সিরাজগঞ্জে চাল মজুদ রাখার দায়ে অর্ধলাখ টাকা জরিমানা

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ১৮:১৭ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর বাজারে চাল মজুদ রাখার দায়ে আড়ৎদার আব্দুল কাদেরকে অর্ধলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অভিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া সুলতানা কেয়া এ জরিমানা করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যার দিকে ওই বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে অতিরিক্ত চাল মজুদ রাখার দায়ে দাদা আড়ৎদার ওই মালিককে উল্লেখিত টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলোকিত বাংলাদেশকে বলেন, সরকার নির্ধারিত পরিমাণের চেয়ে কোন আড়তে বেশি চাল মজুদ করা হলে তাদেরকে জরিমানার আওতায় আনা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।