ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে ইউপি মেম্বারকে মারপিট

সিরাজগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে ইউপি মেম্বারকে মারপিট

সিরাজগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে ইউপি মেম্বার রিপন মিয়াকে (৪০) মারপিটের ঘটনা ঘটেছে। তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আলোকিত বাংলাদেশকে, শুক্রবার রাতে পোড়াবাড়ি গ্রামে ইউপি সদস্য রিপন মিয়া ও স্থানীয়দের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে ওইদিন রাতে দু’গ্রæপের সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে রোববার সকালে ওই ইউপি মেম্বারকে মারপিট করা হয়। তার চিকিৎসা শেষে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হতে পারে। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ওই ইউপি মেম্বারকে মারপিটের অভিযোগ এখনও পাইনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মারপিট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত