ঈশ্বরদীতে তাপমাত্রা নামল ৯.২ ডিগ্রিতে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১২:৫৪ | অনলাইন সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদীতে তাপমাত্রা অস্বাভাবিকভাবে নেমে যাওয়ায় ঈশ্বরদীর মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (২১ জানুয়ারি) রাতে উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস এক বিজ্ঞপ্তিতে এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, আজ সোমবার (২২ জানুয়ারি) ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। রবিবার (২১ জানুয়ারি) ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন ৯.৫ ডিগ্রি সেলসিয়া তাপমাত্রা রেকর্ড করা হয়। একদিনের ব্যবধানে তাপমাত্রা ৯.২ ডিগ্রি রেকর্ড করা হয়।
ঈশ্বরদীতে মৃদু শৈত প্রবাহ বইছে। এরই মধ্যে উত্তরের হিমেল বাতাস ও কনকনে ঠান্ডায় ঈশ্বরদীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।