ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মুকসুদপুরে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত

মুকসুদপুরে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত

গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

সোমাবর (২২ জানুয়ারী) ভোর রাতে উপজেলার সালিনাবক্সা বাজারে বিদ্যুৎ এর শটসার্কিটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷ পরে স্থানয়ী লোকজন এবং মুকসুদপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে৷

এসময় সালিনাবক্সা বাজারের নিরঞ্জন মল্লিকের ওষুধের দোকান, এনায়েত হোসেনের ওষুধের দোকান, লাবু মোল্লার মুদি দোকান এবং স্বপন সরকারের সেলুন পুড়ে ছাই হয়ে গেছে৷

মুদি দোকানের মালিক লাবু মোল্লা জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে গেছি ভোর রাতে শুনি দোকানে আগুন লাগছে। দোকান থেকে ১ টাকার পণ্যও বের করতে পারিনি সব পুড়ে ছাই হয়েগেছে। আমি নিশ্ব হয়ে গেছি। সরকারের সাহায্য ছাড়া বাঁচর উপায় নেই।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম ইমাম রাজী টুলু জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷

মুকসুদপুর,অগ্নিকাণ্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত