ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  পলাতক আসামি গ্রেফতার

সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  পলাতক আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী বাসষ্ট্যান্ড এলাকায় যৌথ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কবির হোসেনকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। সে পাবনার ফরিদপুর উপজেলার পাছপুংগলী গ্রামের আলম ফকিরের ছেলে। র‌্যাব-১২’র স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম’র দিক নির্দেশনায় সোমবার গভীর রাতে র‌্যাব-১২, র‌্যাব-২ ও সিপিসি-৩ আগারগাঁও’র যৌথ আভিযানিক দল উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে ‘নারী ও শিশু পিটিশন নং-১৮০/২১, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১) ধারায়’ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত