রাঙামাটিতে স্কুল ছাত্রী ধর্ষনের দায়ে শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১৮:১২ | অনলাইন সংস্করণ
রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে সপ্তম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণের দায়ে মো. ইব্রাহিম নামে এক শিক্ষককে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করেন বিচারক।
সোমবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় দেন।
মামলা সূত্রে জানা গেছে, রাঙামাটি লংগদুতে পেশায় শিক্ষক মো. ইব্রাহিম ২০১১ সালের ১৫ জুলাই সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর বাবা লংগদু থানায় বাদী হয়ে মামলা করেন।
পরে আদালতে আসামি ইব্রাহিমের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় তাকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। বিধি মোতাবেক আসামিকে ৯০ দিনের মধ্যে এই জরিমানার অর্থ জমা দানের নির্দেশ দেন আদালত।
ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর মো. সাইফুল ইসলাম অভি জানান, রায়ে আমরা সন্তুষ্ট। ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। ভবিষ্যতে যেকেউ এমন জঘন্য অপরাধ থেকে বিরত থাকবে।