শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

সিরাজগঞ্জে তাপমাত্রা নিচে নামায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ 

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১৮:২০ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে হাঁড় কাপানো শীত ও শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম আব্দুর রহমান বলেন, সিরাজগঞ্জের বাঘাবাড়ি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে আসায় জেলার সবকয়টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে অফিসিয়াল কার্যক্রম চলমান থাকবে এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আফসার আলী বলেন, জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় মাধ্যমিক স্তরের (দাখিল মাদরাসাসহ) শিক্ষাপ্রতিষ্ঠান ২ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সোমবার ও মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো: রায়হান কবীর আলোকিত বাংলাদেশকে বলেন, জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় সোমবার দুপুরের দিকে প্রথমে প্রাথমিক বিদ্যালয় এবং বিকেলের দিকে মাধ্যমিক স্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠান দু’দিনের জন্য এ বন্ধ ঘোষণা করা হয়েছে।