বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি নিহত
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ১০:২৫ | অনলাইন সংস্করণ
বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশের এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় যশোরের বেনাপোল সীমান্তে উত্তেজনা চলছে। আতঙ্কের মধ্যে রয়েছেন সীমান্তবাসী।
৪৯ যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জামিল মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএসএফের হাতে ৪৯ বিজিবি সদস্য সিপাহী রইস উদ্দীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেনাপোলের ধান্যখোলা সীমান্ত এলাকা দিয়ে সোমবার ভোরে চোরাকারবারিরা গরু আনছিল। বিষয়টি টের পেয়ে বিএসএফ চোরকারবারিদের ধাওয়া করে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে। এ সময় বিজিবি সদস্য সিপাহী রইস উদ্দীন বিএসএফ সদস্যদের দেখে সামনে এগিয়ে যান। ঘটনার সময় রইস উদ্দীন জ্যাকেট পরিহিত ছিলেন। রইস উদ্দীন বিএসএসফ সদস্যদের কাছে নিজেকে বিজিবি সদস্য পরিচয় দেন এবং ঘটনার ব্যাপারে জানতে চান। পরিচয় পাওয়ার পরও বিএসএফ সদস্যরা রইস উদ্দীনকে গুলি করে। রইস উদ্দিন ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়লে বিএসএফ সদস্যরা রইস উদ্দিনকে বাংলাদেশের ভেতর থেকে ভারত সীমান্তের ভেতরে নিয়ে যাওয়া হয়।
পরে বিএসএফ তাকে ভারতের বনগাঁও হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলের দিকে রইস উদ্দীনের মৃত্যু হয় বলে সূত্রটি জানিয়েছে।
স্থানীয়রা জানান, তারা ভোররাতে অন্তত ৮/৯ রাউন্ড গুলির শব্দ শুনেছেন। বিজিবি ক্যাম্পে পাচার হওয়া দুটো গরুকেও আটক রাখা হয়েছে। সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে বলে স্থানীয়দের দাবি। ইতিমধ্যে ঘটনাস্থল ধান্যখোলা সীমান্তের জোলিপাড়া ক্যাম্প পরিদর্শন করেছেন বিজিবির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রিজিওন কমান্ডার ও যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: জামিল।
রইস উদ্দীনের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় উভয় সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে বলে স্থানীয়রা জানান।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জামিল বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিহত বিজিবি সদস্যের লাশ ফেরত আনার বিষয়ে কুটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। ‘আপাতত আর কোনো তথ্য জানাতে পারছি না। বিস্তারিত পরে জানানো হবে তিনি জানান।