মোটরসাইকেলের তেলের ট্যাংকি থেকে ১৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ১৬:১১ | অনলাইন সংস্করণ

  নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে মোটরসাইকেলের তেলের ট্যাংকি থেকে ১৩৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ উদ্ধার করেছে নীলফামারী সদর থানা অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম।

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারী) সকালে জেলার কিশোরগঞ্জ থেকে ১৬০ সিসি এ্যাপাচি মোটরসাইকেল নিয়ে ইটাখোলা ইউনিয়নের সাইফন নামক ব্রিজের উপরে নীলফামারী থেকে আসা মোটরসাইকেলের সাথে ধাক্কা খেলে ট্যাংকি ভেঙে ফেনসিডিল বেরিয়ে আসে। এ ঘটনা দেখে সাংবাদিক নুরুল আমিন পুলিশকে খবর দিলে ১৩৮ বোতল ফেনসিডিল উদ্ধারসহ এর বাহককে গ্রেফতার করে পুলিশ।

সরজমিনে জানা যায়, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কেতকী বাড়ী বিষ্ণুপ্রশাদ এলাকার মতিয়ার রহমানের ছেলে জিয়াউর রহমান (২৬) এই ফেনসিডিল বহন করে নীলফামারীতে এনেছে।

এ বিষয়ে নীলফামারী সদর থানা অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফোনে জানার পর ঘটনাস্থল থেকে ফেনসিডিল জব্দ এবং আসামিকে গ্রেফতার করি। মামলার প্রস্তুতি চলছে।