রবির শিক্ষার্থীরা বিটিভিতে তালিকাভুক্ত হওয়ায় ভিসির অভিনন্দন 

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ১৬:৪৭ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের পনেরো শিক্ষার্থী বাংলাদেশ টেলিভিশনে শিল্পী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোঃ শাহ্ আজম শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

রবির ভিসির কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত রবির সংগীত বিভাগের শিক্ষার্থীরা ভিসির সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ উপস্থিত ছিলেন।

বিটিভিতে তালিকাভুক্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে রবি ভিসি বলেন, নতুন একটি বিভাগের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও তোমরা তোমাদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছ। এতে আমি আনন্দিত এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় গর্বিত হয়েছে। তোমাদের মধ্যে যে অসীম সম্ভাবনা আমি দেখেছি তা থেকে আমি আশা করছি দেশ অদূর ভবিষ্যতে একঝাঁক গুণী শিল্পীকে পাবে। শিল্পিত মানস গঠনে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। শিল্পের চর্চায় নিজেদের নিয়োজিত রাখার যে সংকল্প তোমাদের মধ্যে দেখতে পাই তাতে আমরা আশাবাদী হই। তোমাদের মাধ্যমে শুদ্ধ সংগীতের চর্চা আরো প্রসারিত ও বিকশিত হোক এই আমাদের প্রত্যাশা।