ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তীব্র শীত: সিরাজগঞ্জে আরও ২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ 

তীব্র শীত: সিরাজগঞ্জে আরও ২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ 

সিরাজগঞ্জে হাঁড় কাপানো শীত ও শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এতে জনজীবন এখন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় আরো ২ দিন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম আব্দুর রহমান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আফসার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা আলোকিত বাংলাদেশকে জানান, সিরাজগঞ্জের বাঘাবাড়ি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে আসায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান (দাখিল মাদরাসাসহ) আরও দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অফিসিয়াল কার্যক্রম চলমান থাকবে। অর্থাৎ বুধবার ও বৃহস্প্রতিবার এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরআগে সোমবার ও মঙ্গলবার জেলার উল্লেখিত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

সিরাজগঞ্জের বাঘাবাড়ি প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলে এখন মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। অবশ্য দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বাড়ছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো: রায়হান কবীর বলেন, জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় মঙ্গলবার দুপুরে জেলার প্রাথমিক ও মাধ্যমিক সকল শিক্ষাপ্রতিষ্ঠান আরো ২ দিনের জন্য এ বন্ধ ঘোষণা করা হয়েছে।

সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত