পুলিশই জনতা,জনতাই পুলিশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে, হাইওয়ে কুমিল্লা রিজিয়নের আওতাধীন কক্সবাজারের রামু ক্রসিং হাইওয়ে থানার উদ্যোগে 'ওপেন হাউস ডে' অনুষ্টিত হয়।
মঙ্গলবার বিকালে থানা প্রাঙ্গনে রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল বারী ইবনে জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্থা বেগম রীনা, থানার সেকেন্ড অফিসার মো. আজহারুল ইসলাম, কক্সবাজার বাস মালিক সমিতির সভাপতি এডভোকেট মো. তাহের সিকদার, স্থানীয় মেম্বার রাজা মিয়া, মো. খলিল, কক্সবাজার ট্রাক মালিক সমিতির সভাপতি আবদুল মালেক, ৮নং মিঠাছড়ি কমিউনিটি পুলিশের সভাপতি নুরুল ইসলাম সহ থানার পুলিশ কর্মকর্তাগণ এবং বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।
এসময় কক্সবাজার -চট্টগ্রাম হাইওয়ে সড়কে বিভিন্ন সমস্যা তুলে ধরেন কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা। এ সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে কাজ করার আশ্বাস দেন অফিসার ইনচার্জ। এসময় সড়কে শৃঙ্খলা ফিরাতে শ্রমিক সংগঠন, কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন ওসি।
উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন ওসি মো. আজিজুল বারী ইবনে জলিল।