সিরাজগঞ্জে মাদক মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় লাল মিয়াকে (৪৫) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
সে উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া দক্ষিণপাড়া গ্রামের বাচ্চু মেম্বারের ছেলে। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ দণ্ডাদেশ দেন। ওই আদালতের অতিরিক্ত পিপি এ্যাডঃ জেবু নেছা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ২০২২ সালের ১৩ মে দুপুরের দিকে ওই গ্রামে হেরোইন বিক্রির সময় তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ২৯ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করা হয়। এ মামলার শুনানি ও স্বাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।