ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নৌকার পক্ষে ভোট চাওয়া সেই শিক্ষা কর্মকর্তা বদলি

নৌকার পক্ষে ভোট চাওয়া সেই শিক্ষা কর্মকর্তা বদলি

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আওয়ামীলীগ প্রার্থী এমপি আব্দুল মমিন মন্ডলের পক্ষে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করা চৌহালী উপজেলার সেই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ সরকারকে বদলি করা হয়েছে। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বে) মো. আফছার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) রুপক রায় স্বাক্ষরিত এক চিঠিতে সোমবার তাকে নওগাঁর পোরশা উপজেলায় এ বদলির আদেশ দেয়া হয়। এ বদলির বিষয়ে অধিদপ্তর থেকে পাঠানো পত্রের অনুলিপি পেয়েছি। তার বিরুদ্ধে আগেও কিছু অভিযোগ ছিল। গত ২২ ডিসেম্বর আরিফ সরকারের বিরুদ্ধে নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নৌকার প্রচার চালাতে চাপ সৃষ্টির অভিযোগ ওঠে। এ অভিযোগে নির্বাচনী অনুসন্ধান কমিটির রিপোর্টে তাকে বদলির আদেশ দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নৌকা,ভোট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত