ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জের হাসপাতালসহ চার ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

সিরাজগঞ্জের হাসপাতালসহ চার ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি হাসপাতালসহ ৪টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্বাস্থ্যমন্ত্রী সনদবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানের ঘোষণা দেয়া হয়। এ ঘোষণার পরিপ্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুলের নেতৃত্বে সোমবার ও মঙ্গলবার ওই উপজেলার বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান চালানো হয়।

এ সময় প্রয়োজনীয় সনদ না থাকায় সোনামুখীর ফারুক আল নাসির ওয়েলফেয়ার হাসপাতাল, সিমান্ত বাজারের মা ও শিশু স্বাস্থ্য শিক্ষা ও পল্লী ফাউন্ডেশন, সোনামুখী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও চরপানাগাড়ির জননী ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাংবাদিকদের বলেন, বন্ধ প্রতিষ্ঠানগুলোর হালনাগাদ লাইসেন্স নেই। এজন্য সিলগালা করে দেয়া হয়েছে। এ অভিযানে অনান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ,স্বাস্থ্যমন্ত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত