সিরাজগঞ্জের হাসপাতালসহ চার ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ১২:১৪ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি হাসপাতালসহ ৪টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্বাস্থ্যমন্ত্রী সনদবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানের ঘোষণা দেয়া হয়। এ ঘোষণার পরিপ্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুলের নেতৃত্বে সোমবার ও মঙ্গলবার ওই উপজেলার বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান চালানো হয়।
এ সময় প্রয়োজনীয় সনদ না থাকায় সোনামুখীর ফারুক আল নাসির ওয়েলফেয়ার হাসপাতাল, সিমান্ত বাজারের মা ও শিশু স্বাস্থ্য শিক্ষা ও পল্লী ফাউন্ডেশন, সোনামুখী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও চরপানাগাড়ির জননী ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাংবাদিকদের বলেন, বন্ধ প্রতিষ্ঠানগুলোর হালনাগাদ লাইসেন্স নেই। এজন্য সিলগালা করে দেয়া হয়েছে। এ অভিযানে অনান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।