সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সাতকয়া গ্রামে অভিযান চালিয়ে বৃদ্ধসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন, ওই গ্রামের ময়নুদ্দিন ময়না (৭০) ও শ্রী সুবাস রবি দাস (৫৫)। কাজিপুর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডলের দিক নির্দেশনায় মঙ্গলবার সন্ধ্যার দিকে উল্লেখিত গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।