সিরাজগঞ্জে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ১৮:০৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি সেতুর দক্ষিণপাড় এলাকায় ট্রাকচাপায় স্বামী স্ত্রী নিহত হয়েছে। নিহতরা হলেন, ওই উপজেলার বিলকলমী গ্রামের মৃত শহীদ সরকারের মেয়ে আঞ্জুমান রোজী (৫০) ও তার স্বামী আনসারুল ইসলাম (৬০)।
এ ঘটনায় আহত হয়েছে অটোভান চালক। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার রাতে যাত্রীবাহী একটি অটোভ্যানকে উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে অটোভ্যান যাত্রী ওই স্বামী স্ত্রী ঘটনাস্থলেই নিহত হয় এবং অটোভ্যান চালক আহত হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় রাতেই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।