নাটোরে বিএনপির কালো পতাকা মিছিল
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ১৭:৪৮ | অনলাইন সংস্করণ
নাটোর প্রতিনিধি
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবি ও সংসদ ভেঙ্গে নতুন নির্বাচনের দাবিতে নাটোরে পতাকা মিছিল ও সমাবেশ করে বিএনপি।
শুক্রবার(২৬ জানুয়ারি) বেলা ১১ টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল বের করে। পরে মিছিলটি শহরের আশপাশ প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ করে বিএনপি।
এসময় বক্তারা বলেন, ৭ জানুয়ারি নির্বাচন সাধরন জনগন ও বিদেশিরা প্রত্যাখান করেছে। এ সরকার শুধু প্রশাসন ও ভারতের উপর ভর করে ক্ষমতা দখল করে আছে। বর্তমানে দ্রব্যমূল্যর যে দাম সাধারন জনগনের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। দেশ ধীরে ধীরে দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে। তাই এই সরকারের পতন ঘটানো ছাড়া কোনো উপায় নেই। জনগনকে সাথে নিয়ে এই সরকারকে উৎখাত করবে বিএনপি।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, মহিলা দলের সভাপতি সুফিয়া হকসহ অনেকে।