সিরাজগঞ্জের ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ১৮:২৩ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার প্রায় মধ্যরাতে শহরের বাজার স্টেশন এলাকায় তার ব্যাক্তিগত উদ্যোগে এ কম্বল বিতরণ করেন। এ সময় জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ- সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলামিন খান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আকহ্বায়ক আহসান হাবীব উজ্জ্বল, মৎসজীবি দলের আহবায়ক মনিরজ্জিামান বাবু, পৌর বিএনপির নেতা ইমন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আলী জোয়ার্দার, যুবদল নেতা রবি, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মুন, ছাত্রদল নেতা শাহাদৎ হোসেন, জুয়েল রানাসহ বিএনপি ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।