সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার গোপালপুর গ্রামের স্কুলছাত্রী বৃষ্টি বালা (১৭) অপহরণ মামলার অভিযূক্ত আসামী সরোয়ার হোসেন সরকারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সে ওই উপজেলার গোপালপুর গ্রামের মৃত জামাল উদ্দিন সরকারের ছেলে। কামারখন্দ থানার ওসি রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, উক্ত গ্রামের দশম শ্রেণির ওই স্কুল ছাত্রীকে একই গ্রামের সরোয়ার সরকারের ছেলে সবুজ সরকার (১৯) দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এ বিষয়টি ওই ছাত্রী পরিবারকে অবহিত করলে তারা সবুজ সরকারের পরিবারকে বলে এবং উত্যক্ত করতে নিষেধ করা হয়। এতে সবুজ ক্ষিপ্ত হয়ে ২১ নভেম্বর বিকেলে ওই স্কুল ছাত্রী একা পেয়ে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে যায়।
এ ব্যাপারে ওই স্কুল ছাত্রীর বাবা রাজ্য সরকার বাদী হয়ে সবুজ সরকারসহ ৪ জনকে আসামী করে সংশ্লিষ্ট থানায় এই অপহরণ মামলা দায়ের করা হয় এবং এ মামলা তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ওই উপজেলার বলরামপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তবে খুব শীঘ্রই অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হবে বলে তিনি উল্লেখ করেন।