সিরাজগঞ্জে ওয়ার্ল্ডকাপ খেলার উদ্ভোধন করলেন এমপি চয়ন
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ১৮:৫০ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ক্রিকেটার্স এ্যাসোসিয়েশন আয়োজিত হযরত মখদুম শাহদ্দৌলা পৌর ওয়ার্ল্ডকাপ খেলার শুভ উদ্ভোধন করা হয়েছে।
শনিবার শাহজাদপুর হাইস্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্ভোধন করেন স্থানীয় চয়ন ইসলাম।
তিনি বলেন, শাহজাদপুরকে খেলাধুলার নগরী গড়ে তোলা হবে। খেলাধুলা শরীর ও মনকে ভাল রাখে এবং দেশকে ভাল রাখে। এজন্য শাহজাদপুরে একটি ইনডোর ষ্টেডিয়াম গড়ে তোলা হবে।
ওই এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মারুফ হাসান সুনামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু, আব্দুল কাদের সিদ্দিক সংগ্রাম প্রমূখ। এ খেলার ভাষ্যকর হিসেবে পরিচালনা করেন রফিকুল ইসলাম এবং এ খেলায় ২০ দল অংশ গ্রহন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।