ঢাকার আশুলিয়ায় কোটি টাকার হেরোইনসহ রাহিম আলী (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছেন র্যাব-৪। এসময় তার কাছ থেকে নয়'শ ৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯৪ লাখ ৫০ হাজার টাকা।
শনিবার সকালে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রাহিম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের জুটু আলীর ছেলে।
র্যাব-৪ সিপিসি ২ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, দীর্ঘদিন ধরেই রাহিম আলী দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক ক্রয় করে এনে আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো। শুক্রবার মাদক বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ ওই এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।