ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হাতীবান্ধায় (নেসকো)'র চাকুরী স্থায়ীকরণের দাবীতে কর্মবিরতি পালন

হাতীবান্ধায় (নেসকো)'র চাকুরী স্থায়ীকরণের দাবীতে কর্মবিরতি পালন

লালমনিরহাটের হাতীবান্ধায় নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (নেসকো)'র অফিসের সামনে চাকুরী স্থায়ীকরনের দাবীতে অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে পিচরেট কর্মচারীগণ।

রবিবার দুপুর পর্যন্ত তাদেরকে উক্ত কর্মসূচি পালন করতে দেখা গেছে। কর্মসূচির নেতৃত্ব দেন পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের লালমনিরহাট জেলা সভাপতি কালীশংকর দাস। এ সময় বক্তব্য রাখেন, নির্মলেন্দু, আলম, বাবু, মনির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, গত ১৫ জানুয়ারী থেকে চাকুরী স্থায়ীকরনের দাবীতে ঘোষিত অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি আমরা পূর্ন সমর্থন দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় কর্মরত মিটার রিডারদের চাকুরী স্থায়ীকরনের দাবী প্রাণের দাবী। এ দাবি বাস্তবায়ন করতে হবে। ২০২০ সালে আমাদের আন্দোলন চলাকালীন সময় নেসকোর এমডি চাকুরী স্থায়ীকরনের আশ্বাস দিলেও আজো তা বাস্তবায়ন করেনি।

হাতীবান্ধা,কর্মবিরতি,নেসকো
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত