ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে  

অর্থনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জামিরতা বাজারে এ মানববন্ধন করা হয়। এরআগে এলাকাবাসী, অভিভাবক ও ছাত্ররা ওই স্কুলের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম, আমোদ আলী, ইউসুফ প্রাং, ইছুপ আলী। বক্তারা বলেন , উক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষক যোগদানের পর থেকে নানা দূর্ণীতি ও অনিয়ম করে আসছে। কাউকে না জানিয়ে আমাদের কাছ থেকে সই নিয়ে গোপনে নাজমুল হাসান জুয়েলকে সভাপতি বানিয়েছে। এছাড়া বই দিতে শিক্ষার্থীদের নিকট অতিরিক্ত টাকা নেয়া, একদিন স্কুলে না আসলে ৫০ টাকা জরিমানা আদায় করা। এজন্য অবিলম্বে ওই প্রধান শিক্ষককে তদন্ত সাপেক্ষে সরিয়ে নেয়ার দাবি জানানো হয়। এ দাবি না মানলে তারা আগামীতে আরো কঠোর আন্দোলনের ঘোষনা দেয়া হবে। এদিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন এবং আদালতের রায় অনুযায়ী সভাপতি নিয়োগ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহাদৎ হোসেন বলেন , প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও মিছিলের কথা শুনেছি। তবে তার বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত