ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ৪

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ১৮:০৯ | অনলাইন সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের ঘটনা না ঘটলেও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৪ জন। এ সময়  এখন বাস ও ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। 

গত রোববার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার  ভূল্লী  কচুবাড়ি ভাটা এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, নওগাঁ জেলার পত্নীতলা গ্রামের সুশীলের ছেলে লিটন (৩০), টাঙ্গাইলের ভুয়াপুর থানার সিরাজ কান্দি গ্রামের রফিকুলের ছেলে সন্দীব (২৫) একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে রঞ্জু (৫০) এবং নওগাঁ জেলার বাগমারা গ্রামের শচীনের ছেলে চঞ্চল (৩০)।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস কর্মকর্তা সারোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড়গামী একটি মাছের বহনকারী ট্রাক ও পঞ্চগড় থেকে ছেড়ে জামালপুরের উদ্দেশে রওনা হওয়া শিবু কোচের সাথে ঘনকুয়াশার কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।