ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নির্বাচন গুরুত্বপূর্ণ ছিল : দীপু মনি

উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নির্বাচন গুরুত্বপূর্ণ ছিল : দীপু মনি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২৩ সালের নির্বাচনে মানুষ শেখ হাসিনার সংগে ছিলেন। এই নির্বাচনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। দেশ-বিদেশি ষড়যন্ত্র যেন কোনভাবেই সফল না হয়, আমাদের গণতন্ত্র উন্নয়নের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, যেন তৃতীয় কোন শক্তির উত্থান না ঘটে, যেন এই দেশে গণতন্ত্র বিপর্যস্ত না হয়।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়ন পরিষদ মাঠে নির্বাচন পরবর্তী দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বিরোধী রাজনৈতিক দল প্রসঙ্গে বলেন, তাদেরকে যদি নিশ্চয়তা দেয়া হয় যে তারা নির্বাচনে জয়ী হবেন, সরকার গঠন করবেন তাহলে তারা নির্বাচন করবে? তাহলে তাদের নির্বাচনের মানে কি? খেলার মাঠে নামার আগে যদি প্রতিযোগীদের বলে দেয়া হয় যে তুমি খেলায় জিতবা, পুরস্কারটা তুমি পাবা তাহলে এ খেলা দেয়ার মানে পাতানো খেলা। কিন্তু নির্বাচন হচ্ছে-নির্বাচনী মাঠে যাবে, মানুষের কাছে যাবে, মানুষের মতামত নিবে, মানুষ তোমাকে যে রায় দেবে সে রায় তোমাকে মেনে নিতে হবে।

দীপু মনি বলেন, যারা আগে দুর্নীতি করেছে, দুঃশাসন চাপিয়ে দিয়েছে, যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে, যারা শ্রমিক কাজ চাইলে তার উপর নির্যাতন করেছে, সমস্ত কলকারখানা বন্ধ করে দিয়েছে, যারা কৃষক সার চাইলে তাকে পাখির মত গুলি করে হত্যা করেছে, মানুষ পানি চাইলে তাদেরকে হত্যা করেছে, বিদ্যুৎ চাইলে হত্যা করেছে, এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়াতে পারে নাই, শেখ হাসিনার রেখে যাওয়া স্বয়ংসম্পূর্ণ খাদ্য উৎপাদনের দেশকে আবার খাদ্য ঘাটতির দেশ বানিয়েছে। সেই রকম একটা দুর্নীতিবাজ দু:শাসন, যারা ২০০১ এর নির্বাচনের পর থেকে সারা দেশটাকে একটা সন্ত্রাসীদের, জঙ্গিবাদীদের অভয়ারণ্যে পরিণত করেছিল, যারা বাংলাদেশটাকে একটা হত্যা, ধর্ষণ, মৃত্যু, নির্যাতনের ভয়াল জনপদে পরিণত করেছিল। যে অপশক্তি এই তাদের দুর্নীতি দুশাসন দুষ্কর্ম্মের কারণে ২০০৮ সালের সারা বিশ্বব্যাপী এবং সারা দেশের মানুষ সবচাইতে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে যেটা গ্রহণ করেছিল, সেই নির্বাচনে যারা মাত্র ২৯ টি পরে আরও একটিসহ ৩০ টি আসন পেয়েছিল।

মন্ত্রী বলেন, ২০ দলীয় জোট করে ৩০ টি আসন যারা পেয়েছিল। তারা এর পরে কি করেছে? সরকারে থেকেও দুষ্কর্ম্ম করেছে, বিরোধী দলেও ভালো কিছু করার চেষ্টা করেনি। ২০১৪ সালে বাসে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করেছে, শত শত মানুষে হত্যা করেছে, দেশটাকে আবার সন্ত্রাসী, জঙ্গিবাদী রাষ্ট্র করার অপচেষ্টা করেছে। তারা ৫০০ স্কুল পুড়িয়ে দিয়েছে, বিদ্যুৎ কেন্দ্র পুড়িয়ে দিয়েছে, ৫০০ এর বেশি মানুষ, পুলিশ, বিজিবি সদস্য হত্যা করেছে। বিরোধী দলে থাকা অবস্থায় তাদের যে দুস্কর্ম, তাদেরকে কি কোন মানুষ ভোট দেবে? কোন সুস্থ স্বাভাবিক মানুষ তাদেরকে ভোট দেয়ার কথা না। একমাত্র যারা অন্ধ ভক্ত কোন কারনে বা অন্ধ তাদের অনুসরণকারী তারা দিতে পারে।

তিনি বলেন, সাধারণ মানুষ তাদেরকে (বিএনপি) ভোট দেবেনা। ২০০৮ সালের নির্বাচনে তারা এরকম হারা হেরেছে, তারপর ২০১৪ সালে দুষ্কর্ম্মের কারণে নির্বাচন করেনি। নির্বাচন প্রতিহত করার নামে মানুষ উপরে অত্যাচার নির্যাতন করেছে। ২০১৮ সালে আবার মনোনয়ন বাণিজ্য করে, ঢাকা থেকে একটা মনোনয়ন দেয়, লন্ডন থেকে আরেকটা মনোনয়ন দেয়, এসব নানান কিছু করে, তারা সেই নির্বাচনেও একেক এলাকায় ৫ থেকে ৬ জন করে মনোনয়ন দিয়ে রেখেছিল। কাজেই সেই নির্বাচনেও তারা একটা ভরাডুবির মধ্যে পড়েছে। এখন ২০২৩ সালের নির্বাচনে যখন বুঝেছে একেবারে ভয়াবহ বিপর্যয় তাদের সামনে, তখন তারা নির্বাচন বর্জন করেছে। নির্বাচন বর্জন করা ছাড়া তাদের কোন উপায় নেই, কারণ তাদেরকে কেউ ভোট দেবেনা।

দীপু মনি বলেন, কিছু লোকের কাছে আমাদের শুনতে হয়, এই সন্ত্রাসী জঙ্গিবাদীরা এরা অংশ না নিলে নাকি গণতন্ত্র হয় না। সন্ত্রাস, জঙ্গিবাদ তো গণতন্ত্রের অংশ না। মানুষের অধিকারের মধ্যে তো কোন সন্ত্রাস জঙ্গিবাদ নাই। যারা মানুষকে ভাত দিতে পারে নাই, ভোটের অধিকার দিতে পারে নাই, বরং ভাতের অধিকার ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে শেখ হাসিনা গত ৪৩ বছর বাঙালির ভাত ও ভোটের অধিকারের জন্য একটানা সংগ্রাম করেছেন। কাজেই মানুষ শেখ হাসিনার সংগে আছে।

সভায় চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, হানারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাত্তার রাঢ়ীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দীপু মনি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত