সোনাগাজীতে জমির বিরোধ নিয়ে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ১৬:২৪ | অনলাইন সংস্করণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে জমির বিরোধ নিয়ে মো. বাদশা মিয়া (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন।
সোমবার সকাল নয়টায় উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলী গ্রামে এ ঘটনা ঘটে। আহত বাদশা মিয়া ওই গ্রামের হাবিব উল্যাহর ছেলে।
এলাকাবাসী ও আহতের পরিবার জানায়, পূর্ব বড় ধলী গ্রামের গ্রামের ছাদু মিয়ার ছেলে কামাল উদ্দিনের সঙ্গে একই গ্রামের হাবিব উল্যাহর জমি নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলছে। এর আগে কামাল উদ্দিন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে রাতের আঁধারে হাবিব উল্যাহর মালিকীয় দখলীয় জমি জবর দখল করে নিজ বাড়ির চলাচলের প্রশস্ত রাস্তা নির্মাণ করেন। এছাড়াও কামাল উদ্দিনের নেতৃত্বে দু'দফা হাবিব উল্যাহ ও তার স্ত্রীর ওপর হামলা চালিয়ে আহত করেন।
সোমবার সকালে হাবিব উল্যাহর ছেলে নিজ মালিকীয় জমির ডোবায় জাল মেরে মাছ ধরার প্রস্তুতি নেন। এ সময় কামাল উদ্দিন ও তার ছেলে ফয়সালের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে বাদশা মিয়াকে কুপিয়ে মারাত্মক আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাবিব উল্যাহ তার ছেলেকে হত্যার চেষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।