সিরাজগঞ্জে বালুর নিচে চাপা পড়ে শিশু নিহত
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ১৭:০৮ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কয়েলগাঁতী পশ্চিম পাড়া গ্রামে বালুবোঝাই এক ট্রাকের নিচে চাপা পড়ে শিশু আসিফের (১৩) মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের শাহীনের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।
কামারখন্দ থানার ওসি রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার সন্ধ্যায় উল্লাপাড়া থেকে বালু ভর্তি একটি ট্রাক ওই গ্রামে আসার পথে আসিফসহ তার খেলার সাথীরা ওই ট্রাকের বালুর উপরে উঠে বসেছিল। এ সময় উল্লেখিত স্থানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায় এবং ট্রাকের বালুর নিচে চাপা পড়ে আসিফ ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং কোনো অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।