মাগুরার শ্রীপুরে গতকাল মঙ্গলবার পল্লী সঞ্চয় ব্যাংকের দ্বিতল ভবন উদ্বোধন করা হয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন প্রধান অতিথি হিসেবে এ ভবন উদ্বোধন করেন। এ উপলক্ষে দুপুরে পল্লী সঞ্চয় ব্যাংক হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহলের সভাপতিত্বে মতবিনিময় সভায় পল্লী সঞ্চয় ব্যাংক শ্রীপুর শাখা ব্যবস্থাপক (সিনিয়র অফিসার) মো. ইমন হোসেনের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংক মাগুরা জেলা আঞ্চলিক কর্মকর্তা অসীম সিংহ, মাগুরা সদর শাখার ব্যবস্থাপক (সিনিয়র অফিসার) মো. শাহরিয়ার প্রমুখ।
এ সময় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মো. আকরাম-আল-হোসেন বলেন, আমার বাড়ি, আমার খামার থেকে পল্লী সঞ্চয় ব্যাংক এখন একটি সরকারি ব্যাংকে রূপারিত হয়েছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তদারকি করেন। সেই সাথে তিনি ব্যাংকের পরিধি প্রসারে সকল কর্মকর্তা ও কর্মচারিদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।