ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

গবেষণায় নৈতিকতা রক্ষা অবশ্য পালনীয় দায়িত্ব: রবি ভিসি

গবেষণায় নৈতিকতা রক্ষা অবশ্য পালনীয় দায়িত্ব: রবি ভিসি

"আনলকিং দ্যা সিক্রেটস অব রিসার্চ এন্ড পাবলিকেশনস" শীর্ষক ৩ দিনব্যাপী সেমিনারের আয়োজন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। এ সেমিনারের সমাপনী দিনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. শাহ্ আজম।

বরেন্দ্র বিশ্ববিদ্যালরের (ভারপ্রাপ্ত) উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহার সভাপতিত্বে এ সেমিনারে তিনি বলেন, একাডেমিক গবেষণায় 'গবেষণা সমস্যা' চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সমাজে বিদ্যমান সমস্যাগুলো গবেষণার সমস্যা হিসেবে চিহ্নিত করে সমাধান বের করাই গবেষণার মৌলিক উদ্দেশ্য। গবেষণায় নৈতিকতা রক্ষা অবশ্য পালনীয় দায়িত্ব।

গবেষণার বিষয় নির্ধারণ থেকে শুরু করে উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণে নৈতিক অবস্থান ধরে রাখা একজন গবেষকের প্রধান কর্তব্য। বর্তমান তথ্য প্রযুক্তির বিশ্বে গবেষণার ক্ষেত্রে আমাদের গবেষণা পদ্ধতিকে যেমন সঠিকভাবে প্রয়োগ করতে হবে, অপরদিকে গবেষণা সংশ্লিষ্ট বিভিন্ন সফটওয়্যার এবং প্রযুক্তির ব্যবহারও সমান্তরালভাবে করতে হবে। তবেই উন্নত মানের গবেষণা সম্পাদন করা সম্ভব। আমাদের জাতীয় লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গবেষকদের আহবান করেছেন। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক-শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে গবেষণায় ব্রতী হতে হবে। তিনি ব্যবসায় শিক্ষা ও অর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় কোয়ান্টিটেটিভ মডেল ব্যবহারের গুরুত্ব ও কৌশল সম্পর্কে আলোচনা করেন তবে তা কোয়ালিটেটিভ এপ্রোচ দ্বারা পরিশুদ্ধ হওয়া আবশ্যক বলে মনে করেন। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে চতুর্থ শিল্প বিপ্লবের অভিঘাত মোকাবেলায় তিনি মাল্টিডিসিপ্লিনারি গবেষণার প্রতি মনোযোগী হবার পরামর্শ প্রদান করেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত