সাতক্ষীরার কুটিবাড়ি সীমান্ত থেকে ৫কোটি টাকা মুল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ১৯:৩৪ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোটার, সাতক্ষীরা
সাতক্ষীরার কুটিবাড়ি সীমান্তে বিজিবি’র অভিযানে ৫কোটি টাকা মুল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে।
বুধবার ভোররাতে কলারোয়ার কুটিবাড়ি সীমান্ত এলাকা হতে এ মাদক জব্দ করা হয়। তবে এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি বিজিবি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকের একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার আবু তাহেরের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল কুটিবাড়ি সীমান্তে অভিযান চালায়। এসময় সেখানে মাদকভর্তি ব্যাগ ফেলে অজ্ঞাত এক ব্যক্তি পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। যার বাজার মুল্য আনুমানিক ৫ কোটি টাকা। এবিষয়ে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে আরো জানান এই বিজিবি অধিনায়ক।