ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মেঘনায় ট্রলার থেকে ৪৫ মণ জাটকা জব্দ

মেঘনায় ট্রলার থেকে ৪৫ মণ জাটকা জব্দ

চাঁদপুরের হাইমচর উপজেলার ইশানবালা সংলগ্ন মেঘনা নদীতে ট্রলার থেকে ১৮০০ কেজি (৪৫মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড চাঁদপুর ও মৎস্য বিভাগ।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে এই তথ্য জানান অভিযানে অংশগ্রহনকারী সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

তিনি বলেন, মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর চাঁদপুর সদরের যৌথ উদ্যোগে হাইমচরের ঈশানবালা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পরিবহনরত ট্রলার হতে ১৮০০ কেজি জাটকা জব্দ করা হয়। জাটকার মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাটকা পরবর্তীতে স্থানীয় এতিমখানা, গরীব ও দুস্থ ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়।

চাঁদপুর সদর ইলিশ প্রকল্পের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

জব্দ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত