ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শ্রীমঙ্গলে চা বাগান থেকে দুলর্ভ প্রজাতির হলুদ-ছাপ ঘরগিন্নি সাপ উদ্ধার

শ্রীমঙ্গলে চা বাগান থেকে দুলর্ভ প্রজাতির হলুদ-ছাপ ঘরগিন্নি সাপ উদ্ধার
					

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভুরভুরিয়া চা বাগানের সহকারি ব্যবস্থাপকের বাংলো থেকে একটি দুলর্ভ প্রজাতির হলুদ-ছাপ ঘরগিন্নি সাপ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে সাপটি উদ্ধার করা হয় জানা যায়, শ্রীমঙ্গল ভুরভুরিয়া চা বাগানের সহকারি ব্যবস্থাপক এ.এইচ.এম সাদিকুল রহমানের বাংলোতে একটি দুলর্ভ প্রজাতির হলুদ-ছাপ ঘরগিন্নি সাপ দেখে বাসার সবাই আতঙ্কিত হয়ে পরেন। সাপ দেখে সহকারি ব্যবস্থাপক এ এইচ এম সাদিকুল রহমান ফোন দিয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে পরিচালক স্বপন দেব সজলকে খবর দেন। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিচালক সেখানে গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, আমাকে ভুরভুরিয়া চা বাগানের সহকারি ব্যবস্থাপক এ.এইচ.এম সাদিকুল রহমান ফোন দিলে আমি বাংলোতে গিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসি। সাপটির ইংরেজি নাম ব্যান্ডেড ওলফ স্ন্যাক, এটি একটি দুর্লভ প্রজাতির নির্বিষ সাপ। সাপটিকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাপ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত