ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাহারোলে অবৈধ ভাবে ধান গোডাউন জাত এক লাখ টাকা জরিমানা

কাহারোলে অবৈধ ভাবে ধান গোডাউন জাত এক লাখ টাকা জরিমানা

দিনাজপুরের কাহারোলে একটি গোডাউনে অবৈধভাবে ধান মজুদ রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেলে কাহারোল উপজেলার কদমতলা এলাকার মো: আজিম উদ্দিন একটি গুদামে অবৈধ ভাবে গোডাউন জাত করায় অভিযানে নেতৃত্বে দেন কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলামের নেতৃত্বে কাহারোল উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে কোন কাগজপএ দেখাতে না পারায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:মাঈদুল ইসলাম জানান, উপযুক্ত তথ্যের ভিত্তিতে খাদ্যদপ্তরকে সাথে নিয়ে উপজেলার উজিতপুর গ্রামে রহিম উদ্দিন সরদারের ছেলে মো: আজিম উদ্দিন একটি গোডাউনে এই অভিযান পরিচালনা করা হয়। গোডাউনে বিপুল পরিমাণের ধান মজুদ পাওয়া যায়। এ সময় ট্রেড লাইসেন্স, খাদ্য অধিদপ্তরের মজুদ লাইসেন্স ও মার্কেটিং অফিসের কোন লাইসেন্স দেখাতে পারেনি তিনি।উপযুক্ত কাগজপত্র না থাকায় এবং অবৈধভাবে ধান মজুদ রাখারপণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ সংশোধন ২০২৩ এর ৩(ঘ) ধারায় গোডাউন মালিক মো: আজিম উদ্দিনকে নগদ ১লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে সহযোগিতা করেন কাহারোল উপজেলা খাদ্য কর্মকর্তা মো: শাহিন রেজা ও কাহারোল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত