কাহারোলে অবৈধ ভাবে ধান গোডাউন জাত এক লাখ টাকা জরিমানা

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৭ | অনলাইন সংস্করণ

  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের কাহারোলে একটি গোডাউনে অবৈধভাবে ধান মজুদ রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেলে  কাহারোল উপজেলার কদমতলা এলাকার  মো: আজিম উদ্দিন একটি গুদামে  অবৈধ ভাবে গোডাউন জাত করায়  অভিযানে নেতৃত্বে দেন  কাহারোল উপজেলা  সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলামের নেতৃত্বে কাহারোল উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে কোন কাগজপএ দেখাতে না পারায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:মাঈদুল ইসলাম জানান, উপযুক্ত তথ্যের ভিত্তিতে খাদ্যদপ্তরকে সাথে নিয়ে উপজেলার উজিতপুর গ্রামে রহিম উদ্দিন সরদারের ছেলে মো: আজিম উদ্দিন একটি গোডাউনে এই অভিযান পরিচালনা করা হয়। গোডাউনে বিপুল পরিমাণের ধান মজুদ পাওয়া যায়। এ সময় ট্রেড লাইসেন্স, খাদ্য অধিদপ্তরের মজুদ লাইসেন্স ও মার্কেটিং অফিসের কোন লাইসেন্স দেখাতে পারেনি তিনি।উপযুক্ত কাগজপত্র না থাকায় এবং অবৈধভাবে ধান মজুদ রাখারপণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ সংশোধন ২০২৩ এর ৩(ঘ) ধারায় গোডাউন মালিক মো: আজিম উদ্দিনকে নগদ ১লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে সহযোগিতা করেন কাহারোল উপজেলা খাদ্য কর্মকর্তা মো: শাহিন রেজা ও কাহারোল থানা পুলিশ  উপস্থিত ছিলেন।