সাতক্ষীরায় র্যাবের অভিযানে দুইটি অস্ত্র উদ্ধার
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০০ | অনলাইন সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় র্যাবের অভিযানে একটি দেশি তৈরী পিস্তল ও একটি ওয়ান সুটারগান উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরা শহরের কাটিয়ার আজগর কন্টাক্টারের গলির ঝোপ-ঝাড়ের মধ্যে প্লাস্টিকের ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় উক্ত অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৬ সাতক্ষীরা সিপিসি ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার (এএসপি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার সময় র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শহরের মধ্য কাটিয়া ১নং ওয়ার্ড এর আজগর কন্টাক্টার নামক গলিতে ঝোপ-ঝাড়ের মধ্যে প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত পরিত্যক্ত অবস্থায় দুই টি এয়ার গান সদৃশ্য পিস্তল যার একটি বাট কাঠের দেশিও অস্ত্র এবং অন্যটি ওয়ান শুটার গ্যান।
সকালে উদ্ধারকৃত ওয়ান শুটারগান এবং দেশি পিস্তল সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে।