সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহতের পর আহত আরেক মেয়ে স্কুল ছাত্রী কথা মনির চিকিৎসাধীন অবস্থায় (১৩) মৃত্যু হয়েছে। সে শাহজাদপুর উপজেলার খুকনী জুগীবাড়ী গ্রামের সুধন সূত্রধরের মেয়ে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৩ এ। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্প্রতিবার দুপুরের দিকে বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাদলা নামকস্থানে বাসচাপায় সিএনজি যাত্রী মা ও শিশু মেয়ে নিহত হয়। এ ঘটনায় আহত হয় তার বড় মেয়ে ৭ম শ্রেণির স্কুল ছাত্রী কথা মনিসহ ৫ জন। আহতদের মধ্যে ওই স্কুল ছাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে কথামনি মারা যায়। এ ঘটনায় নিহতের পরিবারে ব্যাপক শোকের মাতম চলছে বলে তিনি উল্লেখ করেন।