সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যা মামলার ৬ বছর পার হলেও বিচার নিয়ে তার পরিবার এখন সংশয়ে জীবনযাপন করছেন। এদিকে শিমুলের সপ্তম বার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচির আয়োজন করছে শাহজাদপুর প্রেসক্লাব। এরই অংশ হিসিবি শনিবার সকাল ৯ টায় কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ স্মরন সভার কর্মসূচির শুরু হবে।
প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে এ স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় এমপি চয়ন ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুস্তাক আহমোদ।
শাহজাদপুর পৌর এলাকায় প্রকাশ্যে দিবালোকে গুলি করে সাংবাদিক শিমুলকে হত্যার ৬ বছর পেরিয়ে গেলেও ব্যাপক আলোচিত এ হত্যাকাণ্ডে বিচার পায়নি তার পরিবার। এ নিয়ে স্থানীয় সাংবাদিকরা আক্ষেপ প্রকাশ করে জানান, এ হত্যাকাণ্ডে নানা জটিলতা এবং কূটকৌশলে বিচার প্রক্রিয়া শেষ হওয়া তো দূরের কথা এখনও বিচারকার্য শুরুই হয়নি।
উল্লেখ্য, ২০১৭ সালের ২রা ফেব্রয়ারী শাহজাদপুরের মণিরামপুরে মেয়র হালিমুল হক মিরুর বাড়ির সামনে সংঘর্ষের ছবি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন সাংবাদিক শিমুল। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় সে সময় শাহজাদপুরসহ দেশ ও দেশের বাইরে বিভিন্ন দেশে সাংবাদিক এবং মানবাধিকার সংগঠন প্রতিবাদ জানায় ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। এ ঘটনায় সাংবাদিক সমাজ দেশব্যাপী তীব্র ক্ষোভে ফুঁসে ওঠে এবং সাংবাদিকরা ধারাবাহিকভাবে খুনিদের বিচার দাবিতে আন্দোলন করে আসছে।
শিমুলের স্ত্রী নুরুন্নাহার বলেন, এ নির্মম হত্যাকাণ্ডের ৬ বছর পার হলেও বিচার নিয়ে সংশয়ে জীবনযাপন করছি।