ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

স্মরণ সভায় এমপি চয়ন

সিরাজগঞ্জে সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের বিচার দ্রুত কার্যকরের দাবি

সিরাজগঞ্জে সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের বিচার দ্রুত কার্যকরের দাবি

সিরাজগঞ্জের শাহজাদপুরের সাংবাদিক শিমুল হত্যাকান্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে এবারও জোরালো দাবি জানান তার স্ত্রী, ছেলে-মেয়ে, স্বজন ও সহকর্মীরা। শনিবার সকালে সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার সপ্তম বার্ষিকী ঘিরে শাহজাদপুর প্রেসক্লাব হলরুমে আয়োজিত স্মরণ সভায় এ দাবি জানানো হয়।

প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি চয়ন ইসলাম।

তিনি বলেন, শিমুল হত্যার বিচার প্রক্রিয়ার বেগ বাড়াতে শাহজাদপুরের সব গণমাধ্যমকর্মীদের একজোট হতে হবে। আপনারা একজোট না হলে খুনিরা সহজেই পার পেয়ে যাবে। ৭ বছর আগে প্রকাশ্য দিবালোকে একজন সাংবাদিককে খুন করা হয়েছে। কিন্তু এ সাংবাদিক হত্যার বিচার এখনও হয়নি। শিমুল হত্যার বিচার ইনশাল্লাহ এ সরকারের আমলেই হবে। নিহতের পরিবারের সদস্যরা আমার কাছে মামলার নথিপত্র হস্তান্তর করবেন।

তিনি বলেন, এখন থেকে এ মামলা নিয়ে বাদীর আর দায়িত্ব নেই, সব দায়িত্ব আমার। শিমুলের স্ত্রী-সন্তান ও স্বজনরা যেন বিচার দেখে যেতে পারেন, সে চেষ্টা আমি করব। বার বার সাংবাদিকদের ওপর হামলা চালাবে খুনিরা। আপনারা একজোট হলে কোন শক্তিই শিমুলের বিচার প্রক্রিয়া বিলম্বিত করার সাহস পাবে না।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল হামিদ লাভলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাক, সাংবাদিক শিমুলের স্ত্রী বেগম নুরুন্নাহার খাতুন, মামা আব্দুল মজিদ, ছেলে আল নোমান নাজ্জাশি সাদিক, মেয়ে তামান্না-ই-ফাতেমা। এ সময় সমকালের সাংবাদিক আমিনুল ইসলাম খান রানা, সুলতানা ইয়াসমিন মিলি, আতাউর রহমান পিন্টু, শফিউল হাসান চৌধুরী, আবুল কাশেম, মুমিদুজ্জামান জাহান, সাগর বসাক, আবু জাফর লিটন, শামসুর রহমান শিশির, জহুরুল ইসলাম, আরিফুর রহমান, জাহিদ হাসান, আমিনুল ইসলাম, আমিরুল ইসলাম, ফারুক হাসান কাহার, মনিরুল গনি শুভ্র, ওমর ফারুক, মিলন মাহফুজ, রাসেল সরকার, মির্জা হুমায়ন, কোরবান আলী লাভলু প্রমূখ উপস্থিত ছিলেন।

এরআগে প্রেসক্লাব চত্বরে শিমুলের প্রতিকৃতিতে পুষ্পন্তবক অর্পণ করেন এমপিসহ শিমুলের স্ত্রী-সন্তান ও সহকর্মীরা এবং বিচারের দাবিতে গণমাধ্যমকর্মীরা পৌর শহরে শোক র‌্যালি বের করেন।

সিরাজগঞ্জ,সাংবাদিক,হত্যাকাণ্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত