মহেশখালীতে ১০ একর দখলকৃত চিংড়ি ঘের গুড়িয়ে দিল বনবিভাগ

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২৯ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মৌলভী কাটার পূর্বদিকে মিঠাছড়ি খালের দক্ষিণে চরণদ্বীপ রেঞ্জের আওতাধীন জেমঘাট বিটের অধীনে মহেশখালী নৌ-চ্যানেল এলাকায় অভিযান চালিয়েছে চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগ। এসময় সরকারি প্যারাবনের বাইন গাছ কেটে চিংড়ী ঘের নির্মাণ করে অবৈধভাবে দখল নেয়া বন বিভাগের জায়গার চরে গড়ে উঠা বাঁধ কেটে দখলমুক্ত করা হয়। রবিবার (৪ ফেব্রুয়ারী)  প্রায় ৩ ঘন্টা এই উচ্ছেদ অভিযান চলে। 

জানা যায়, উপকূলীয় বন বিভাগ, চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন ও সহকারী বন সংরক্ষক শেখ আবুল কালাম আজাদ এর নির্দেশে গোরকঘাটা ও চরনদ্বীপ রেঞ্জ কর্মকর্তা আইয়ুব আলীর নেতৃত্বে জেমঘাট বিট কর্মকর্তা আজহারসহ বিভিন্ন বিটের স্টাফদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘেরের বাঁধ কেটে দিয়ে প্রায় ১০ একর সরকারী  জায়গা দখল মুক্ত করে বনবিভাগ।

এ বিষয়ে চরণদ্বীপ ও গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা আইয়ুব আলী বলেন, দখলকৃত চিংড়ি ঘের গুড়িয়ে দিয়ে ১০ একর সরকারি জায়গা দখলমুক্ত করা হয়। পরবর্তী তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।