মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় বিশাল (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৪ ফেব্রয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী-রাজশাহী রেল পথের আঙ্গারী পাড়া রেল ক্রসিং-এ এই দূর্ঘটনা ঘটে। নিহত বিশাল ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া গ্রামের যুবলীগ নেতা কবীর হোসেন এর ছেলে এবং আরামবাড়িয়া বাজারের ‘পণ্য সমাহার’ নামের একটি কসমেটিক্স দোকানের সত্বাধিকারী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আঙ্গারী পাড়ায় সরকারি জমিতে লিজ নিয়ে মাছের চাষ ছিল যুবলীগ নেতা কবীর হোসেন। প্রায় প্রতিদিনই পিতার মাছের খামার দেখাশোনা করতে যেত বিশাল। রবিবারও অন্যান্য দিনের মত মাছের খামার দেখাশোনা শেষে পার্শ্ববর্তী দুই লাইনের মাঝখানে দাঁড়িয়ে কথা বলতে ছিল বিশাল । সে সময় হঠাৎ দুই লাইনেই ট্রেন চলে আসায় মাঝখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।