খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে : পুলিশ সুপার

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫১ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

অত্যন্ত আনন্দঘন পরিবেশে চাঁদপুরে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খেলাধুলার মাধ্যমে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আমাদের সকলকে সুস্থ থাকার জন্য খেলাধুলা ও ব্যায়ামের বিকল্প কিছু নেই।

রোববার (৪ ফেব্রুয়ারী) চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এ ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম। টুর্নামেন্টে চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে অংশগ্রহণকারী ২৪টি দলের অংশগহন ও উপস্থিতিতে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন তিনি।

তুমূল প্রতিযোগিতাপূর্ণ খেলার মাধ্যমে ফাইনাল ম্যাচে কচুয়া থানা টিম চ্যাম্পিয়ান এবং পুলিশ লাইন্স টিম রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন। 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, সহকারি পুলিশ সুপার, কচুয়া সার্কেল মোঃ রিজওয়ান সাঈদ জিকুসহ  জেলা পুলিশের অসংখ্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ।