ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

চাঁদপুর এসপির কার্যালয়ে ‘চেতনার বাতিঘর’ উদ্বোধন

চাঁদপুর এসপির কার্যালয়ে ‘চেতনার বাতিঘর’ উদ্বোধন

চাঁদপুরে পুলিশ সুপার কার্যালয়ে চেতনার বাতিঘর নামে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ফিতা কেটে ও ফলক উম্মোচন করে এই কর্ণারের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা।

উদ্বোধন শেষে মোনাজাতের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়।

চেতনার বাতিঘর নামে বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী ও পুলিশ বাহিনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন অবদানের তথ্য চিত্র তুলে দেয়া হয়।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এদিন সংক্ষিপ্ত সফরে চাঁদপুর সফরে আসেন রেঞ্জের ডিআইজি।

চাঁদপুর,পুলিশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত