সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৪ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ-মুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া মোড় এলাকায় ড্রাম ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছে। তারা হলো, একই এলাকার রামগাঁতী গ্রামের শাহজামালের ছেলে শুভ (২০) ও মুন্নাফ শেখের ছেলে স্বপন (২১)।
সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার বিকেলে মোটরসাইকেলযোগে সয়দাবাদের দিকে যাচ্ছিল ওই ২ যুবক। এ সময় উল্লেখিত স্থানে পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ড্রাম ট্রাকটি জব্দ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।