ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাবিতে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ

জাবিতে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর কমিটি। একই সাথে তারা সন্ত্রাস দখলদারিত্বমুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করারও দাবি জানান।

বুধবার বেলা সাড়ে ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ করে তারা। এতে বক্তারা গত ৩ ফেব্রুয়ারী স্বামীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আটকে রেখে এক নারীকে ধর্ষণ করা ছাত্রলীগ নেতাসহ যারা এঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ক্যাম্পাসে নারীদের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর কমিটির সভাপতি বিজন সিকদার এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর কমিটির সাধারণ সম্পাদক সুজন আহমেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সস্পাদক ইমাম হোসেন খোকন সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

সমাবেশ শেষে নগরীতে মিছিল বের করে নেতৃবৃন্দরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

ধর্ষণ,বিক্ষোভ,বরিশাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত