ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শারীরিক প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় সোনাউল্লাকে (৫৪) যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসাথে তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ধর্ষণের ফলে জন্ম নেয়া সন্তানের ভরণ-পোষণের নির্দেশ দেয়া হয়েছে। সে ওই উপজেলার চন্দনপুর গ্রামের হাতেম ভূঁইয়ার ছেলে।

সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন বুধবার দুপুরের দিকে এ রায় দেন। ওই আদালতের পেশকার মোঃ মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ২০০৫ সালের ১৫ জানুয়ারি মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে শারীরিক প্রতিবন্ধী তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে সোনাউল্লাহ। এতে ওই তরুণী গর্ভবতী হয়ে পড়ে এবং বিষয়টি পরিবার জানতে পেরে সোনাউল্লাহকে বিয়ের জন্য চাপ দেয়।

কিন্তু সে বিয়ে করতে রাজী না হওয়ায় পরিবারের লোকজন বাধ্য হয়ে বিষয়টি স্থানীয় মাতব্বরদের জানায়। এতে সোনাউল্লা ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে ওই প্রতিবন্ধী তরুণীর বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। স্থানীয় চেয়ারম্যানের পরামর্শে ওই প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে ২০০৫ সালের ২৩ জুন সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের কয়েক বছর পর বাদীর মৃত্যু হলে তার স্ত্রী ওই মামলার বাদী হন। এ মামলার তদন্ত শেষে পুলিশ সোনাউল্লার বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। দীঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত