ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কলেজ ছাত্রের চোখ উপড়ানো লাশ উদ্ধার

সিরাজগঞ্জে কলেজ ছাত্রের চোখ উপড়ানো লাশ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রেলপথের অদূরে সেচ পানির ড্রেন থেকে কলজ ছাত্র স্বপনের (২০) চোখ উপড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই উপজেলার শাহীকোলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় ডিগ্রী কলেজের ছাত্র। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। উল্লাপাড়া মডেল থানার ওসি আশিক মোহাম্ম সিদ্দিকুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার রাতে খাবার শেষে স্থানীয় বাজারে চা খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় স্বপন। ওইদিন গভীর রাতেও সে বাড়ি ফিরে আসেনি এবং এজন্য পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করে তার সন্ধ্যান পায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ ছিল। বৃহস্প্রতিবার সকালে ওই ড্রেনের মধ্যে তার চোখ উপড়ানো লাশ দেখতে পায় ভাইসহ স্থানীয়রা। পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং পুলিশ কর্মকর্তারা ও ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখনও এ হত্যাকান্ডের কারণ জানা সম্ভব হয়নি। আশা করা যাচ্ছে, এ নির্মম হত্যাকান্ডের কারণ উদঘাটনের তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

লাশ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত