নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে ১৪ জন দগ্ধের ঘটনায় তদন্ত কমিটি গঠন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৬ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে রপ্তানিমুখী পোশাক কারখানা ক্রোনি এ্যাপারেলসে গ্যাসের বিস্ফোরণে ১৪ জন দগ্ধ হওয়ার ঘটনায় শ্রম মন্ত্রনালয় ও জেলা প্রশাসন থেকে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন, তিতাস কতৃপক্ষ, ফায়ার সার্ভিস ও কলকারখানা অধিদপ্তরের সমন্বয়ে গঠিত হয়েছে এই তদন্ত কমিটি।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মৌসুমী বাইন হীরা আজ (শুক্রবার) দুপুরে তদন্ত কমিটির সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসে বিষয়টি নিশ্চিত করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন তিতাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপনন বিভাগের উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী মামুনুর রশিদ, ফায়ার সার্ভিসের জেলা উপসহকারি পরিচালক ফখর উদ্দিন আহমেদ, তিতাসের ফতুল্লা জোনের ব্যবস্থাপক মো: মুশিউর রহমান ও জেলা কলকারখানা অধিদপ্তরের পরিদর্শক সহ সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।
ঘটনাস্থল পরিদর্শন শেষে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মৌসুমী বাইন হীরা জানান, দূর্ঘটনার বিষয়ে তদন্ত কমিটি প্রতিবেদন দাখিলের পর সে অনুযায়ি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় ফতুল্লা থানাধিন কাশিপুর ইউনয়নের হাটখোলা এলাকায় ক্রোনি এ্যাপারেলসে তিতাসের গ্যাস সংযোগস্থলে বিস্ফোরণে ১৪ জন দগ্ধ হন। পরে দগ্ধদের উদ্ধার করে রাজধানির শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনার দিন সন্ধ্যা থেকে পুলিশ, ফায়ার সার্ভিস ও তিতাস কতৃপক্ষ এসে বিস্ফোরণের কারণ শনাক্ত করতে অনুসন্ধান ও তদন্ত শুরু করে।
রাতে তিতাসের অনুসন্ধানে দেখা যায়, ৮ কোটি ৬৫ লক্ষ টাকা গ্যাস বিল বকেয়ার কারণে গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হলেও একদিন বাদেই সেখানে অবৈধভাবে সংযোগ নেয়া হয়েছে। বিচ্ছিন্নকৃত মূল বিতরণ সংযোগটি ওয়েল্ডিং ঝালাই দিয়ে পুনরায় সংযোগ স্থাপন করার প্রমান পাওয়া যায়। তিতাস কতৃপক্ষের ধারণা, বৃহস্পতিবার বিকেলে ওয়েল্ডিং করে সেই সংযোগ স্থাপনের সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।