কিশোরগঞ্জে একটি ফ্লাওয়ার মিলের বস্তার গোডাউনসহ আগুনে পুড়ে গেছে কয়েক হাজার খালি বস্তা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টায় জেলা শহরের বত্রিশ এলাকার এটি ফ্লাওয়ার মিলে এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, "এটি ফ্লাওয়ার মিলের সীমানার ভিতরে একটি পরিত্যক্ত গরুর খামারকে ময়দার খালি বস্তা রাখার গোডাউন হিসেবে ব্যবহার করতেন মিল কতৃপক্ষ। আগুন লাগার পরপরই আমরা খবর পেয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।"
বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তদন্তের পর আগুন লাগার বিস্তারিত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলেও জানান আবুজর গিফারী।